ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

বিনোদর প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১১

রাজধানীর গ্যাটে ইন্সটিটিউট মিলনায়তনে ১৫ মে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। গ্যাটে ইন্সটিটিউটে এই উৎসব চলবে আগামী ১৯ মে পর্যন্ত।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ১৭ মে মঙ্গলবার এ উৎসবের আওতায় অনুষ্ঠিত হবে দিনব্যাপি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।

বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি স্বল্প আয়োতনের চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শণ করা হচ্ছে। এইসব স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের সময় ব্যপ্তি একমিনিট থেকে শুরু করে অনধিক ২০ মিনিট পর্যন্ত। উদ্বোধনী দিন সন্ধ্যায় গ্যাটে ইন্সটিটিউট মিলনায়তনে আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ১৭ টি চলচ্চিত্র। ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত গ্যাটে ইন্সটিটিউট মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী। ১৭ মে টিএসসি অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে স্বল্প দৈর্ঘ্য প্রদর্শনী।

চলচ্চিত্র প্রদশনীর পর বিভিন্ন শ্লটে থাকছে প্রদর্শিত ছবিগুলো নিয়ে মুক্ত আলোচনা। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি সূত্রে জানা গেছে, ১৯ মে সন্ধ্যায় গ্যাটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী পর্ব ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ সময় ১৭৫৫, মে ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।