বগুড়ায় ‘ভেলা’ উৎসব অনুষ্ঠিত হচ্ছে ২০ মে শুক্রবার বিকেল চারটায় শহীদ টিটু মিলনায়তনে। ‘ভেলা’ একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র।
একটি বন্যাদুর্গত এলাকায় একজন মহিলার কলার ভেলায় সন্তান প্রসব হওয়াকে কেন্দ্র করে ‘ভেলা’ নামের এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে। এটি রচনা করেছেন কামরুন্নাহার। বাংলানিউজকে তিনি বললেন, বন্যার সময় আমাদের দেশে এমন ঘটনা অনেক ঘটে। কিন্তু এ ব্যাপারে পূর্ব কোন প্রস্তুতি থাকলে মানুষকে এতো সমস্যায় পড়তে হতো না। সাধারণ মানুষের জীবন যাপন অবলোকন করেই এই গল্পটি রচনা করেছি। আশা করি গল্পটির চলচ্চিত্রায়ন দর্শকের ভালো লাগবে।
চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও নৃত্য শিল্পী ফারজানা খান ইলা। আরও অভিনয় করেছেন রানু দাস, সুলতান সেলিম, রবি বাবু প্রমুখ। বিকেল চারটা, পাঁচটা এবং সন্ধ্যা ছয়টায় এই তিন সেশনে ভেলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
‘ভেলা’ উৎসব উদ্বোধন করবেন দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোজাম্মেল হক। ‘ভেলা’ নির্মিত হয়েছে নন্দন অডিও ভিশনের প্রযোজনা ও পরিবেশনার ব্যানারে।
ঊাংলাদেশ সময় ১৯২৫, মে ১৯, ২০১১