চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো ২০ মে শুক্রবার। সকাল থেকেই সিনিয়র-জুনিয়র শিল্পীদের পদচারণায় মুখর হয়ে উঠে এফডিসি।
শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর ভোট গ্রহণ চলে বিকেল ছয়টা পর্যন্ত। এফডিসির শিল্পী সমিতির রিটায়ারিং রুমের নির্বাচন কমিশন কার্যালয়ে শিল্পী সমিতির ৫৫১ জন ভোটারের মধ্যে প্রায় ৪০০ ভোটার ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।
শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন আকন্দ সানোয়ার মুর্শেদ। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন শওকত জামিল ও নজমুল হুদা মিন্টু। এবারের নির্বাচনে মিজু আহমেদ ও ড্যানি সিডাক এবং শাকিব খান ও মিশা সওদাগরের নেতৃত্বাধীন দু’টি প্যানেল এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৫ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারে মিজু-ড্যানি প্যানেল এগিয়ে থাকলেও অনেকেই মনে করছেন, এককভাবে কোনো প্যানেল এই নির্বাচনে জয়ী হতে পারবে না। বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্যানেলের মধ্যে।
এফডিসিতে নির্বাচনের ফলাফল জানতে অপেক্ষায় আছেন দুই প্যানেলেরই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী ও সমর্থক। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করায় ভোট গণনা শেষ হতে হতে মধ্যরাত পেরিয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র। সূত্রটি আরো জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে ২১ মে সকাল ১০টায়। তবু উৎসাহী কর্মী-শিল্পীরা টুকরো টুকরো জটলা পাকিয়ে এফডিসিতেই অবস্থান করছেন।
রাত ২টায় আন-অফিশিয়ালভাবে জানা গেছে, সভাপতি পদে শাকিব খান ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মিজু আহমেদ পেয়েছেন ১৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগর ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী ড্যানি সিডাক পেয়েছেন ২০১ ভোট।
বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, মে ২০, ২০১১