ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বন্ধু হুয়ায়ুন ফরীদির জন্মদিনে আফজাল হোসেনের উপহার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ২১, ২০১১

দুই জনপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি ও আফজাল হোসেন দীর্ঘদিনের বন্ধু। আগামী ২৯ মে হুমায়ূন ফরীদি ৬০ বছরে পা রাখছেন।

প্রিয় বন্ধুর জন্মদিনে আফজাল হোসেন তাকে উপহার দিতে চলেছেন একটি বই। নাহ, বাজার থেকে কেনা কোনো বই নয়। বন্ধুর জন্মদিনে আফজাল হোসেনের সম্পাদনায় ‘হুমায়ূন ফরীদির জন্মোৎসব : বালাইষাট’ নামের এ বইটি প্রকাশ করা হবে।

হুমায়ূন ফরীদির ৬০ তম জন্মদিনটি বিশেষভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছেন সংস্কৃতি অঙ্গনের সহকর্মীরা। । এ উপলক্ষে ‘হুমায়ুন ফরীদির জন্মদিন উদযাপন কমিটি`’ নামে ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক অভিনেতা আজাদ আবুল কালাম, সদস্য সচিব নির্মাতা আশরাফুল আলম রিপন। । আগামী ২৯ মে বিকেল ৫টায় ছায়ানট অডিটরিয়ামে কেক কাটার মাধ্যমে এই উৎসব শুরু হবে। কেক কাটার পর পরই আফজাল হোসেনের সম্পাদনায় ‘হুমায়ূন ফরীদির জন্মোৎসব : বালাইষাট‘ বইটির মোড়ক উন্মোচন করা হবে। বইটিতে ফরীদি সম্পর্কে লিখেছেন আতিকুল হক চৌধুরী, সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদ, নির্মলেন্দু গুণ, আলী যাকের, সৈয়দ মনজুরুল ইসলাম, মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার প্রমুখ।

হুমায়ূন ফরীদির জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব আশরাফুল আলম রিপন জানান, হুমায়ুন ফরীদি এতটা আড়ম্বরপূর্ণ জন্মদিন পালনে উৎসাহী ছিলেন না। অন্যদের আগ্রহের কারণেই তিনি অবশেষে রাজি হয়েছেন। সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন তাকে নিয়ে  আফজাল হোসেনের বই প্রকাশের খবরটি জানতে পেরে।

বাংলাদেশ সময় ১৬৪৫, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।