ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

৭ বছর পূর্তি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ২১, ২০১১

চ্যানেল আইতে প্রচারিত দেশের প্রথম ফোন ইন লাইভ সেলিব্রিটি শো ‘সিটিসেল তারকাকথন’ সাফল্যেও সঙ্গে প্রচারের ৭ বছর পূর্ণ করেছে। নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চ, সাহিত্য, খেলাধুলা ও সংস্কৃতির  নানা শাখার তারকারা সরাসরি দর্শকদের সঙ্গে এ অনুষ্ঠানের মাধ্যমে আড্ডা দিয়েছেন।

গত ৭ বছরে এ অনুষ্ঠানের ২০৪২টি পর্ব প্রচার হয়েছে।

সিটিসেল তারকাকথন অনুষ্ঠানটি ৭ বছর পূর্তি ও ৮ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে ২১ মে দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সরাসরি এক ভিন্নধর্মী আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, মঞ্চ, নাটক, খেলাধুলা জগতের তারকাদের সঙ্গে দেশের স্বনামধন্য সাংবাদিকবৃন্দ, সিটিসেল ও চ্যানেল আই পরিবারের সদস্যরা।

সিটিসেল তারকাকথন অনুষ্ঠানটি ৭ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেল-এর  হেড অব মার্কেটিং কমিউনিকেশন তাসলিম আহমেদ। বর্ষপূর্তির এই মিলনমেলায় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়া পারভিন, তুষার খান, ফাহমিদা নবী, আসিফ আকবর, জাভেদ ওমর বেলিম, চঞ্চল চৌধুরী, মাজনুন মিজান।

সিটিসেল তারকাকথনের মাধ্যমে গত চার মাস থেকে  প্রতিমাসের ১৬ অথবা ২৬ তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পীকে বিশেষ সম্মাননা জানানো হচ্ছে। এ পর্যন্ত এ সম্মাননা পেয়েছেন কল্যানী ঘোষ, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী ও আব্দুল জব্বার। সম্মাননা হিসেবে তাদের দেয়া হয়েছে একটি উত্তরীয় ও ওয়ালটনের সৌজন্যে একটি ২১ ইঞ্চি টেলিভিশন। সিটিসেল তারকাকথন অনুষ্ঠানটি এ পর্যন্ত উপস্থাপনা করেছেন ৮ জন উপস্থাপক; তারা হলেন মৌসুমী, তানিশা, ত্রপা, ডালিয়া, স্বর্ণা, উর্মিলা, সুবর্ণা ও কাইনাত। সিটিসেল তারকাকথনের সুচনা সঙ্গীত লিখেছেন ও সুর করেছেন প্রয়াত সঞ্জীব চৌধুরী, কন্ঠ ও সঙ্গীত আয়োজন বাপ্পা মজুমদার। সিটিসেল তারকাকথন অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা।

৮ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে সিটিসেল তারকাকথনের দর্শদের জন্য থাকছে একটি বিশেষ আয়োজন।    সিটিসেল তারকাকথন সম্পর্কে মতামত জানিয়ে ভাগ্যবান দর্শক জিতে নিতে পারেন ওয়ালটনের সৌজন্যে ওয়ালটন মোবাইল সেট ।

বাংলাদেশ সময় ১৭২৫, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।