ঢালিউডের চলচ্চিত্র শিল্পীদের সম্মিলিত সংগঠন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি। এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাহী কমিটির নির্বাচন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হলো গত ২০ মে শুক্রবার।
নির্বাচনে জয়ী হওয়ার অনুভূতির কথা জানিয়ে শাকিব খান বলেন, আমার জীবনে এটাই ছিল প্রথম কোনো নির্বাচনে অংশ নেওয়া। কাজেই অনভিজ্ঞতার কারণে নির্বাচনী প্রচারনায় কিছু ভুল-ভ্রান্তি ছিল। তবুও আমাদের শিল্পী সমাজ আমাকে রায় দিয়েছেন। চলচ্চিত্রের মানুষদের কাছে আমি ঋণী। আমি ঋণী আমার শিল্পী ভাই-বোনদের প্রতি, আমার সহশিল্পীদের প্রতি। আমি এ নির্বাচনে বুঝেছি তারা সত্যিই আমাকে ভালোবাসেন। তাদের এ ভালোবাসার মূল্য দিতে আমি সাধ্য মতো চেষ্টা করবো।
বর্তমানে শীর্ষনায়ক হিসেবে শাকিব খান বিভিন্ন ছবির শুটিংয়ে দিনভর ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মধ্যে শিল্পী সমাজকে নের্তৃত্ব দেওয়া কীভাবে সম্ভব ? উত্তরে শাকিব খান বললেন, আন্তরিকতা থাকলে সবই সম্ভব। চলচ্চিত্রই তো আমার সবকিছু। গত ৫ বছর ধরে বছরের ৩৬৫ দিনই চলচ্চিত্রের কাজে ডুবে আছি। সহকর্মী শিল্পীদের সঙ্গেই তো দিন-রাত্রির বেশিরভাগ সময় কাটে। তাদের মধ্যে থেকেই তাদেরই কল্যাণে কিছু করতে চাই। চলচ্চিত্র শিল্পীদের সভাপতি হয়ে নয়, ভাই-বন্ধু হিসেবেই আমি তাদের পাশে থাকতে চাই।
নির্বাচনের আগে শাকিব-মিশা প্যানেলের পক্ষ থেকে শিল্পীদের বেশ কিছু আশ্বাস ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ বিষয়ে শাকিব খানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বললেন, আল্লাহ্‘র রহমতে আর মা-বাবার দোয়ায় আজকে আমি এই পর্যায়ে এসেছি। ইনশাল্লাহ আমি আমার কথা রাখবো। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমি এটি খুব মানি। চলচ্চিত্র শিল্পীদের ভালোবাসা আমি পেয়েছি, তা আমাকে ধরে রাখতে হবে। এজন্য নির্বাচনের আগে বলা প্রতিটি কথা আমি রাখতে চাই।
এ বিষয়ে শাকিব খান আরো বললেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির দোতলা একটি বিল্ডিং নির্মাণ করা হবে, অসুস্থদের জন্য দাতব্য ক্লিনিকের ব্যবস্থা করা হবে, সহশিল্পীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে, কর্মহীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে এককালীন ভাতা হিসেবে বিশ লাখ টাকা বিতরণ করা হবে, সমিতির ফান্ডে এককালীন পঞ্চাশ লাখ টাকা সংগ্রহ করার ব্যবস্থা করা হবে এবং বিভিন্ন উৎসবমুখর দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এগুলো সবই আমার মনে আছে। আমি বিশ্বাস করি, ইচ্ছা থাকলেই এ কাজগুলো করা সম্ভব। তাই আমি আমার অঙ্গীকার অবশ্যই পূরণ করবো। এ জন্য সবার সহযোহিতা ও দোয়া চাই।
বাংলাদেশ সময় ২০৪০, মে ২২, ২০১১