শ্রীলঙ্কায় গোপনে শুটিং হলো ভারতীয় বংশো™ভূত বুকার-বিজয়ী বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদীর জনপ্রিয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’-এর। ছবির নাম দেওয়া হয়েছে ‘উইন্ডস অব চেঞ্জ’।
শ্রীলঙ্কার কাছে ইরানের অভিযোগের কারণে ছবিটির প্রযোজনার কাজ কিছুদিন বন্ধ ছিল। কিন্তু সে দেশের রাষ্ট্রপতি মহিন্দ্র রাজাপক্ষে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দীপা অনেকটা ঝামেলাহীনভাবেই শুটিং শেষ করলেন।
ছবির প্রেক্ষাপট ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার আগের ও পরের কাহিনী হলেও পরিচালক দীপা ভারত বা পাকিস্তানের পরিবর্তে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে শুটিংয়ের কাজে বেছে নিয়েছেন ধর্মীয় উত্তেজনা এড়িয়ে যাওয়ার জন্য।
ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠী এই শুটিং কাজের খবর রাখেননি। তবে খবরটি জানাজানি হলে সে দেশের মুসলিম সংগঠনগুলো তাদের ক্ষোভ জানিয়েছে রাজাপক্ষের কাছে।
ছবিটি আগামী বছর মুক্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময় ২০৪৩, মে ২০১১