ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সিজেএফবি’র যুগপূর্তি উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ৬, ২০১১

বর্ণাঢ্য আয়োজনে ৫ জুন রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর যুগপূর্তি উৎসব। ঢাকার হোটেল দ্য ওয়েস্টিনে অনুষ্ঠিত উৎসবের বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক তারকাশিল্পী।

সিজেএফবির যুগপূর্তি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এনাম সরকার ও সাধারন সম্পাদক তামিম হাসান। যুগপূর্তিতে সিজেএফবিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য  রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট ড্রিঙ্কসের চেয়ারম্যান হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান দিলীপ কুমার প্রমুখ।

‘টুয়েল্ভ ইয়ারস সেলিব্রেশন অব সিজেএফবি’ শিরোনামের এই উৎসবে গিত ১২ বছরের পৃষ্ঠপোষকদের সন্মাননা প্রদান করা হয়। সিজেএফবি’র সভাপতি অনুরূপ আইচের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে পারফর্ম করেন বেবী নাজনীন, হাবিব ওয়াহিদ, মিলা, তিশমা, আরফিন রুমি, বিন্দু, সজল, শখ, সাারিকা, মিমো, পড়শীসহ আরো অনেকে।

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) যাত্রা শুরু করেছিল ১৯৯৯ সালে। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটি প্রতি বছর একটি পুরস্কার প্রদান করে থাকে যার নাম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। যুগপূর্তি অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় আসছে সেপ্টেম্বরে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড-এর ১২তম আসর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় ১৯২০, জুন ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।