৭ জুন মঙ্গলবার শেষ হলো ফরিদুর রেজা সাগর শিশু কিশোর নাট্যোৎসব ২০১১। এই দিন সকাল ১১ টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতজন ড.ফজলুল আলম, বিশিষ্ট অভিনেতা এস এম মহসিন এবং অধ্যাপক ড. লুৎফর রহমান।
ফরিদুর রেজা সাগর শিশু কিশোর নাট্যোৎসবের সমাপনী দিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য তৌফিক হাসান ময়না, সাংস্কৃতিক জোটের সাবেক সাধারন সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, দৈনিক করতোয়া পত্রিকার সিনিয়র সাংবাদিক প্রদীপ ভট্যাচার্য, উৎসব সমন্বয়কারী আবু নাছের মো: কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যামবিশন থিয়েটারের সভাপতি এফ এম সাব্বির পল্লব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, শিশুকিশোরদের নিয়ে একটি করে নাটক চ্যানেল আইতে প্রত্যেক মাসে যেন প্রচার করা হয তার প্রস্তাব চ্যানেল আইয়ের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগরের কাছে রাখেন। উল্লেখ্য বাংলা থিয়েটারের ইতিহাসে এই প্রথম একই নাটককারের পাঁচটি নাটক এবং সেলিম রেজা সেন্টুর একক প্রয়োগভাবনায় পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। পাঁচটি নাটক প্রযোজনা করে বগুড়ার শিশু কিশোরদের নাটকের দল অ আ ক খ। অনুষ্ঠানের সমাপনী নাটক ইবনে সিনা মঞ্চস্থ হয় ও নাটক শেষে পাঁচদিনব্যাপি নাট্যোৎসবে বিভিন্ন প্রতিযোগীতার প্রতিযোগীদের পুরস্কার ও সনদ পত্র দেওয়া হয়।
বাংলাদেশ সময় ১৯৪৫, জুন ০৮,২০১১