ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জিটিভিতে জেমসের মালয়েশিয়া-সিঙ্গাপুর কনসার্টের প্রমোশনাল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ৮, ২০১১

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বাংলাদেশের নগরবাউল জেমসের কনসার্ট দুটোর প্রচার কার্যক্রমে যোগ হয়েছে নতুন মাত্রা। সম্প্রতি জিটিভিতে শুরু হয়েছে ক্রসওয়্যার প্রডাকশন আয়োজিত এই দুটি কনসার্টের প্রমোশনাল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত নেগারা স্টেডিয়ামে ২৫ জুন এবং  সিঙ্গাপুরের বিখ্যাত ফোর্ট কেনিং পার্কে  ২৬ জুন পরপর দু দিন দু’টি কনসার্টে পারফর্ম করবেন জেমস।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের এই দু’টি ভেন্যুতে এর আগে প্রয়াত কিংবদন্তী পপতারকা মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, শাকিরা, আদনান সামী, সনু নিগম প্রমুখের মতো বিশ্বখ্যাত শিল্পীরা পারফর্ম করেছেন। এবারই এখানে প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর একক কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। কনসার্ট দু’টির আয়োজনে রয়েছে সিঙ্গাপুরের নামি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ক্রসওয়্যার প্রোডাকশন্স। অনলাইন সংবাদপত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম দুটি কনসার্টেরই মিডিয়া পার্টনার।

নগরবাউল জেমসের কনসার্ট ঘিরে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় একাধিক বেসরকারি টিভি চ্যানেলে কনসার্টটির প্রমোশনাল প্রচার চলছে প্রায় একমাস ধরে। সম্প্রতি ভারতীয় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভিতে এই প্রমোশনালটির প্রচার শুরু হয়েছে। প্রমোশনালে জেমসের গাওয়া ভিগিভিগি, আলবিদা, চালতে চালতে, রাতের তারা, বাংলাদেশ প্রভৃতি গানের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে।


জেমসের কনসার্টের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ছাপানো হয়েছে দৃষ্টিনন্দন পোস্টার। কুয়ালালামপুর ও সিঙ্গাপুর সিটির গুরুত্বপূর্ণ জায়গায় টানানো হয়েছে প্লে-কার্ড ও ডিসপ্লে বোর্ড।
 
আয়োজক ক্রসওয়্যার প্রডাকশন সূত্রে জানা গেছে, কনসার্ট দু’টোর বেশিরভাগ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। প্রবাসী বাংলাদেশীদের চেয়েও তুলনামুলক বেশি টিকিট কিনছেন ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও শ্রীলঙ্কান প্রবাসীরা। পাশাপাশি স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠেছেন জেমসের এই কনসার্টটির প্রতি।

আয়োজক ক্রসওয়্যার প্রোডাকশন্স এ কনসার্টে ব্যবহার করবে সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ডসিস্টেম। কনসার্টটিকে বিশ্বমানের করে তোলার প্রতি তারা দিচ্ছে বিশেষ নজর।  

বাংলাদেশ সময় ১৭৪৫, জুন ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।