নিলামে উঠছে জগত-খ্যাত চিত্র পরিচালক চার্লি চ্যাপলিনের তৈরি ‘চার্লি চ্যাপলিন ইন জেপড’। লন্ডনে এই ছবিটির দুর্লভ ফুটেজ নিলামে উঠবে ২৯ জুন।
সাংগ্রাহক মরেস পার্ক এই ফুটেজটি কিনেছিলেন ২০০৯ সালে। ছবিটিতে দেখা যায় চ্যাপলিন একটি জার্মানি জেপলিন বিমান ভূপাতিত করছে। অনেকে মনে করেন, এই দৃশ্যটির মাধ্যমে তিনি ব্রিটিশ সৈন্যদের মনোবল বৃদ্ধি করতে চেয়েছেন।
‘ফুটেজগুলো অনেক প্রশ্নের জন্ম দেয়। অনেক ধোঁয়াশা তৈরি করেছে,’ সংবাদ মাধ্যমকে বলেন মরেস পার্ক।
প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি বিমানবাহিনী ব্রিটেন এবং ফ্রান্সের ওপর গোলা বর্ষণের সময় জেপলিন বিমান ব্যবহার করেছিল।
১৯১৭ সালে ব্রিটিশ বোর্ড অব ফ্লিম ক্লাসিফিকেশন নথিভুক্ত করে।
বাংলাদেশ সময় ২১১১ ঘণ্টা, জুস ৮, ২০১১