এটিএন বাংলায় প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’ ১০০ পর্বে পদার্পন করতে যাচ্ছে। আগামী ২১ জুন ১০০ পর্বে পা রাখছে কৃষ্ণচূড়া প্রযোজিত এই ধারাবাহিকটি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অতিথি হিসেবে ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) এম শামসুল হুদা এবং অভিনেত্রী জোৎস্না বিশ্বাস। ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক এবং কলাকুশলীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিনত হয়। ধারাবাহিকের অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান ইমাম, মাসুদ আলী খান, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তুষার খান, বন্যা মির্জা, সোহানা সাবা, সাজু খাদেম, জয়িতা, বাকার বকুল, ইমন প্রমুখ।
ধারাবাহিকের পরিচালক আফসানা মিমিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন নাট্যকার পরিচালক অরুণ চৌধুরী, রেজানুর রহমান, নইম ইমতিয়াজ নেয়ামূল, বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, অভিনেতা শহীদুজ্জামান সাচ্চু, রিতা ব্যানার্জি, ফ্লোরা সরকারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকে প্রচার হওয়া পর্বগুলো থেকে বাছাই করা কিছু ক্লিপিংস দেখানো হয়। এরপর নাটকের অভিনয়শিল্পীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন করেন। অনুষ্ঠানের অতিথিরা ধারাবাহিকটির পরিচালক আফসানা মিমিকে শুভকামনা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গত বছরের ১৫ জুন থেকে সম্প্রচার শুরু হওয়া নাটকটি এটিএন বাংলায় প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ২০ মিনিটে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস কলকাতার কাছেই, উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা অবলম্বনে নির্মিত “পৌষ ফাগুনের পালা” ধারাবাহিক নাটকটির নাট্যরূপ দিয়েছেন তানভীর হোসেন প্রবাল। নাটকটি পরিচালনা করছেন আফসানা মিমি। সূচনা সংগীতের কথা ও সুর- তানভীর হোসেন প্রবাল। কণ্ঠ দিয়েছেন ইভা রহমান ও তানভীর হোসেন প্রবাল।
বাংলাদেশ সময় ১৯৩০, জুন ১৪, ২০১১