তরুণ প্রজন্মের শ্রোতাদের একটি প্রিয় ব্যান্ড শিরোনামহীন। গতবছর মর্ডান ইন্সট্রুমেন্ট সহযোগে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ বের করে তারা আলোচনার ঝড় তোলেন।
ব্যান্ড দল শিরোনামহীনের প্রথম অ্যালবাম ‘জাহাজী’ বাজারে আসে ২০০৪ সালে। এরপর প্রতি দুই বছর অন্তর নিয়মিতভাবেই তারা অ্যালবাম প্রকাশ করে চলেছেন। ডেব্যু অ্যালবামটির পর একে একে বের হয়েছে তাদের ‘ইচ্ছে ঘুড়ি’, ‘বন্ধ জানালা’ ও ‘শিরোনামহীন রবীন্দ্রনাথ’ নামের ৩টি অ্যালবাম । । এবার ব্যান্ডটি কাজ শুরু করেছে নিজেদের পঞ্চম একক অ্যালবাম ‘সেলফ টাইটেল’-এর ।
এতে গান থাকছে মোট ১০টি। যার মধ্যে ৪টি গানের রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়ে গেছে। গান ৪টি হলো ‘আচ্ছা ঠিক আছে’, ‘কিছু কথা’, ‘আবার হাসিমুখ’ ও ‘আততায়ী’। গানের কথা লিখছেন যথারীতি ব্যান্ডের সদস্যরা। সুর ও সংগীত পরিচালনা করছেন নিজেরাই।
শিরোনামহীনের অন্যতম সদস্য জিয়া বলেন, বিশ্বের সব ব্যান্ডের সদস্যদেরই সেলফ টাইটেল অ্যালবাম রয়েছে। কেউ হয়তো শুরুর দিকে এবং আবার কেউ সেটি পরে করে থাকে। আমরা মনে করেছি, সেলফ টাইটেল অ্যালবামটি করার জন্য এখনই উপযুক্ত সময়। তাই কাজ শুরু করে দিলাম। তবে কোনো তাড়াহুড়ো না করে একটু সময় নিয়েই কাজটা করতে চাই। ’
জিয়া আরো বলেন, ‘এটি আমাদের পঞ্চম অ্যালবাম। বরাবরের মতো এবারও আমাদের গানগুলোয় অ্যাকুস্টিক যন্ত্র ব্যবহারের প্রাধান্য থাকবে। এ ছাড়া সাউন্ড কোয়ালিটির দিকে বেশ নজর দিচ্ছি। ’
শিরোনামহীনের সেলফ টাইটেল অ্যালবামটি এবছরের শেষের দিকে শ্রোতাদের হাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময় ২১০৫, জুন ১৫, ২০১১