‘ক্লাব-পলিটিক্স’-এর সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত ন্যাশনাল টিমের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে নাটক ‘অলরাউন্ডার’। বাংলাভিশনের এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাবেক জাতীয় ক্রিকেটার এবং ৯৯ বিশ্বকাপে, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সাড়া জাগানো জয়ের নায়ক খালেদ মাহমুদ সুজন।
জাতীয় ক্রিকেট টিমে নিয়মিত খেলেন এমন একজন অলরাউন্ডার ক্রিকেটারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘অলরাউন্ডার’ নাটকটির গল্প। একটি অনলাইন পত্রিকায় সেই ক্রিকেটারের ইন্টারভ্যিউ ছাপানো নিয়ে টানাপোড়েন তৈরি হয় দুজন সাংবাদিকের মধ্যে। সাংবাদিকরা অন্য একটা ঘটনার সূত্র ধরে দেখা করতে চায় একজন সাবেক জাতীয় ক্রিকেটারের সাথে। অনেক কষ্ট করে তার সাথে কয়েকবার দেখা হবার পর নাটকের অলরাউন্ডারকে, তার যাত্রার পথে একধাপ এগিয়ে দেন এই সাবেক ক্রিকেটার। “অলরাউন্ডার” নাটকে এধরণের একটি চরিত্রে কাজ করেন খালেদ মাহমুদ সুজন। বসুন্ধরা শপিং কম্পেøক্সের পাশে একটি শ্যূটিং হাউজে চিত্রায়িত হয় সুজনের দৃশ্যগুলো। তার সাথে অভিনয় করেন আলিফ, শতাব্দী ওয়াদুদ, সৌরভ এবং ফারহানা । সহশিল্পী সহ শ্যূটিং ইউনিটের সবাই খুব আনন্দিত সুজনকে পেয়ে।
‘অলরাউন্ডার’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘নতুন ক্রিকেটারদের জন্য শিক্ষণীয় কিছু বক্তব্যে আছে এতে। এজন্য নাটকটিতে অভিনয় করেছি। বেশ ভালো লেগেছে এই নাটকে অভিনয় করে’।
পরিচালক দীপংকর দীপন জানান, খালেদ মাহমুদ সুজন সত্যিই একজন স্পোর্টিং ম্যান, খুব হেল্পফুল। অভিনয়ের ব্যাপারে তার কাছ থেকে যতটুকু চাওয়া হয়েছিল, তিনি ততোটাই দিয়েছেন। সুজন নাসিরের রচনায় এবং দীপংকর দীপনের পরিচালনায় ‘অলরাউন্ডার’ নাটকটি বাংলাভিশনে প্রচারিত হয় প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে। খালেদ মাহমুদ সুজনের আগে এ নাটকে সাবেক জাতীয় ক্রিকেটারের ভূমিকায় এসেছিলেন জাভেদ ওমর বেলিম।
বাংলাদেশ সময় ২১১০, জুন ১৫, ২০১১