ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শাহরুখ আছে তাই সালমান নেই

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ২২, ২০১১

সবাই আশা করেছিলো আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমী (আইআইএফএ)-এর অনুষ্ঠানে শাহরুখ খান ও সালমান খানকে বহুদিন পর একসঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। কিন্তু বেঁকে বসলেন সালমান।

এ অনুষ্ঠানে তার প্রথম প্রযোজনার ছবি ‘চিল্লার পার্টি’-এর প্রমোশনাল উপস্থাপনের কথা ছিল। কিন্তু সালমান টরন্টোতে অনুষ্ঠিতব্য ৩ দিনের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন।

সালমান সম্প্রতি জানিয়েছেন, আমি আমার পরবর্তী ছবি ‘বডিগার্ড’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকবো এই সময়।   এটি একটি অ্যাকশন ফিল্ম। ওখানে আমার সময় দেয়া খুব জরুরী। তাই এবারের আইআইএফএর প্রোগ্রামে আমার উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।

চলতি বছর বলিউড বাদশা শাহরুখ খান প্রায় ৭ বছর পর আইআইএফএ-এর মঞ্চে পারফর্ম করবেন। তিনি এর আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০০৪ এবং আমস্টার্ডামে অনুষ্ঠিত ২০০৫ সালের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। শোনা যাচ্ছিল, হাটুতে ইনজুরির কারণে কিং খান এ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। কিন্তু এটি নিজক গুজব বলে জানিয়েছে আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমি। তাদের পক্ষ থেকে বলা হয়, শাহরুখ অবশ্যই আসবেন এবং অনুষ্ঠানে অংশ নিবেন।

সালমান প্রযোজিত প্রথম ছবি ‘চিল্লার পার্টি’র প্রমোশনাল উপস্থাপন হতে যাচ্ছে আইআইএফএ-এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে। তাই দর্শকরা সালমান খানের উপস্থিতি  কামনা করেছিলেন। তাদের প্রত্যাশা ছিল, বলিউডের দুই খান একসঙ্গে মঞ্চে দেখার। কিন্তু অনেকের ধারণা, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সালমান অনুষ্ঠানটি থেকে নিজেকে সরিয়ে নিলেন।

আইআইএফএ‘র প্রধান আকর্ষণ হিসেবে থাকছে মাইকেল জ্যাকসনের বড় ভাই জার্মাইন জ্যাকসন। তিনি তার দল নিয়ে  ভারতীয় গায়ক সনু নিগমের সঙ্গে মঞ্চে উঠবেন।
 
টরন্টোতে অনুষ্ঠিতব্য দক্ষিন এশিয়ার এই বিশাল শো তে অংশ নেওয়ার জন্যে বলিউডের অনেক সেলিব্রিটিই এরই মধ্যে কানাডায় পৌছানো শুরু করেছেন। ববি দেওল, জায়েদ খান, দিয়া মির্জা, সনু সুদ, বিজয় সিংহ দেওল,অনিল কাপুরএবং শেখর কাপুর সহ আরো অনেকেই ২৩ জুন এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

আইআইএফএ অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন খ্যাতিমান পরিচালক করণ যোহর ও অভিনেত্রী অনুশকা শর্মা। নেহা ধুপিয়া, দিয়া মির্জা, মল্লিকা সেরওয়াত প্রমুখ তারকারা অনুষ্ঠানটিতে পারফর্ম করবেন ।
 
টরন্টোর বিখ্যাত রজারস সেন্টারে আগামী ২৫ জুন আইআইএফএ-এর লাল গালিচা ও পুরুস্কার বিতরনীর অনুষ্ঠানটির জমকালো আসর বসবে।

বাংলাদেশ সময় ২০১০, ঘণ্টা জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।