ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কানাডায় ‘মনের মানুষ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

লালন সাঁইয়ের জীবন ও দর্শণ নিয়ে গৌতম ঘোষ পরিচালিত বহুল আলোচিত ‘মনের মানুষ’ এবার প্রদর্শিত হবে কানাডায়। আগামী ২১ থেকে ২৪ জুলাই অনুষ্ঠিতব্য কানাডার বিখ্যাত সিনে-এভুলেশন আর্ট সোসাইটি অয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম এন্ড মিডিয়া আর্টস ফেস্টিভ্যাল অব কানাডা ইন রিচমন্ড’-এর শেষ দিনে প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি।



সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বণে চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি, আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের রোজভ্যালী ফিল্মস নেটওয়ার্ক। ছবিটি নিবেদন করেছে বাংলালিংক। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য, চিত্রগ্রহন, সঙ্গীত পরিচালনা, সম্পাদনাও করেছেন গৌতম ঘোষ। অভিনয় করেছেন প্রসেনজিৎ, পাওলি ধাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবিটি প্রায় ৭ মাসব্যাপী বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির আগেই গোয়ায় অনুষ্ঠিত ৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যাল অব ইন্ডিয়া-এ, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে ছবিটি।

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডে অবস্থিত সিনে-এভুলেশন আর্ট সোসাইটির মূল লক্ষই হচ্ছে আমেরিকা, এশিয়াসহ সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া শিল্পীদের মধ্যে যোগাযোগ সূত্র স্থাপন, নতুন নতুন সৃষ্টিশীল চলচ্চিত্র, ভিডিও এনিমেশন এবং নতুন মিডিয়া আর্ট ওয়ার্ককে উৎসাহিত ও মতভাবের আদান প্রদান করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই সিনে-এভুলেশন আর্ট সোসাইটি স্বপ্রনোদিত হয়ে, ইমপ্রেস টেলিফিল্ম লিঃ-কে চলচ্চিত্রটি প্রেরণের জন্য তাদের বিশেষ আগ্রহের কথা জানান।

‘মনের মানুষ’ চলচ্চিত্রটি সম্প্রতি ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে মর্যাদপূর্ণ নার্গিস দত্ত পুরস্কার ও রজত কমল পুরস্কার অর্জন করে।

বাংলাদেশ সময় ১৮৫৫, জুলাই ১৯, ২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।