প্রায় দুবছর পর আরফিন রুমী তৈরি করেছেন নিজের তৃতীয় একক অ্যালবাম ‘ভালোবাসি তোমায়’। চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে অ্যালবামটি মুক্তি পাওয়ার কথা ছিল ।
আরফিন রুমী বলেন, এখন বৃষ্টির মৌসুম। এই বৃষ্টির কারণে অ্যালবামের পোস্টারগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। এতে অ্যালবামটি বিপণনের ক্ষেত্রে সমস্যা হবে এবং অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে। তাই আলোচনার মাধ্যমে আমরা অ্যালবামটি রোজায় বাজারে মুক্তি দিব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, হাবিবের পর দ্বিতীয় সর্বাধিক মূল্যমান দশ লাখ টাকায় রুমীর এই অ্যালবামটির সত্ত্ব কিনে নিয়েছে সংগীতা ।
আরফিন রুমীর তৃতীয় এককে থাকছে মোট ১০টি গান। এর মধ্যে বেশির ভাগ গানই রোমান্টিক। গানের কথা লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, সোহেল আরমান , রবিউল ইসলাম, মাশফিক, শফিক তুহিন। গানগুলো হলো- বলো না তুমি কোথায়, প্রিয়তমা মনের একলা ঘরে, রঙ্গিন হাওয়া, সহেনা যাতনা, প্রেমের পথে, প্রতিদিন দেখি তোমায়, ভালোবাসি তোমায়, অচেনা মায়া, শোনো মেয়ে প্রভৃতি। গানগুলোর মধ্যে ৫টি একক ও ৫টি দ্বৈত। দ্বৈত গানগুলোর মধ্যে ২টিতে রুমীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। একটি করে গানে কণ্ঠ দিয়েছেন পড়শী, খেয়া ও কলকাতার খ্যাতনামা শিল্পী শুভমিতা।
বাংলাদেশ সময় ১৯৫০, জুলাই ২৩, ২০১১