সু-অভিনেতা আনিসুর রহমান মিলন। প্রথমবার কোনো নাটকে বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করলেন তিনি।
.
‘ফোর্থ ক্লাস সোসাইটি’ ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, বরিশালের আঞ্চলিক ভাষায় আমি প্রথম কোনো নাটকে অভিনয় করলাম। চরিত্রটি নি:সন্দেহে আমার জন্যে অনেক চ্যালেঞ্জিং ছিল । এ নাটকে অভিনয়ের বরিশালের ভাষা রপ্তের জন্যে মীর সাব্বির আমাকে বেশ সহযোগিতা করেছেন। নাটকটির সহকারী পরিচালক হিরনের সহযোগিতা নিয়ে দুদিন চর্চায় নাটকটিতে বরিশালের ভাষা আয়ত্ত করে অভিনয় করেছি। এছাড়া চরিত্রটিও ছিল ভিন্নরকম। বাসা বাড়ির ময়লা পরিস্কার করি। বলা যায় সিটি কর্পোরেশনের আওতায় একজন সুইপ্যার আমি। তাই এই ভিন্ন টাইপ চরিত্রে ভাষার জন্যে অভিনয়ের খেই হারিয়ে ফেলছিলাম। অবশেষে শেষ পর্যন্ত সবকিছুই ভালোভাবে হলো। আশা করছি দর্শকের কাছেও ভালো লাগবে চরিত্রটি। ’
অদৃতার প্রযোজনায় ‘ফোর্থ ক্লাস সোসাইটি’ ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন শাহেদ, বন্যা মির্জা, টুনটুনি, রওনক হাসান, ঋতু সাত্তার, পিয়াল প্রমূখ। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময় ২২১৫, জুলাই ৩০, ২০১১