ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লালটিপ : ইতিহাস সৃষ্টির স্বপ্নে ২৫ দেশে মুক্তি

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নতুনধারা যোগ করার স্বপ্ন নিয়ে নির্মিত ছবি ‘লালটিপ’। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি একই দিন বিশ্বের ২৫টি দেশে মুক্তি পাবে।

। এতে আমাদের দেশের শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন ফ্রান্সের শিল্পীরাও। প্যারিস, থাইল্যান্ড ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

সম্প্রতি বাংলা, ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষার শেষ হয়েছে ‘লালটিপ’ ছবিটির ডাবিং। বর্তমানে চলছে ছবিটির শেষ পর্যায়ের প্রি-প্রডাকশনের কাজ। পরিচালক স্বপন আহমেদ বাংলানিউজকে জানিয়েছেন, প্রি-প্রডাকশনের কাজ শেষ হওয়ার পরপরই ছবিটি তিনি সেন্সরের জমা দিবেন। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর ঘোষণা দিবেন ‘লালটিপ’ মুক্তির তারিখ। ছবি মুক্তির জন্য দুই ঈদের মাঝামাঝি সময়টাকেই বেছে নিতে চান বলে তিনি জানান। সেই হিসেবে অক্টোবরের শেষ সপ্তাহে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
laltip
একযোগে ২৫টি দেশে মুক্তির মাধ্যমে ‘লালটিপ’ ছবিটি দিয়েই চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে প্রথম প্রবেশ করছে বাংলাদেশ। এটিকে তাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র বলা হচ্ছে। ছবিটি বিভিন্ন দেশে প্রদর্শনের জন্য বাংলাদেশের পাশাপাশি ফ্রান্সসহ কয়েকটি দেশের পরিবেশক নিযুক্ত করার কাজ চলছে। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্মঅ।

 

এ ছবির কাহিনী গড়ে উঠেছে দুই প্রবাসী বাঙালিকে ঘিরে। এদের একজন প্রবাসী নারী এবং অন্যজন বাংলাদেশের ছেলে, যিনি চাকরি সূত্রে ফ্রান্সে যান। ছবিটির মধ্য দিয়ে পরিচালক প্রবাসী বাঙালি কমিউনিটির একটি মেয়ের দ্বৈতসত্তাকে সামনে আনতে চেয়েছেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন ও কুসুম। এতে ফ্রান্সের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন এ সময়ের জনপ্রিয় ফ্রেঞ্চ অভিনেতা ড্যানিয়েল ক্রেমার, দুইবার সেজার অ্যাওয়ার্ড পাওয়া অভিনেতা জেরার্ড দোপার্দো, হলিউডের `সেঙ্ অ্যান্ড দ্য সিটি-২`-এর অভিনেত্রী দেবোরাহ নিউম্যান, নাতালি ফ্রান্সেস্কি, লিয়ানা প্রমুখ। ইমন-কুসুম ছাড়াও বাংলাদেশ থেকে ছবিটিতে আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সোহেল খান, শহীদুল আলম সাচ্চু, মিশু, কোনালসহ অনেকেই।

‘লালটিপ’ ছবিটির সংগীত পরিচালনায় রয়েছেন ফুয়াদ, ইবরার টিপু ও আরফিন রুমি। বাংলাদেশের এই তিন মিউজিশিয়ন ছাড়াও তিনবার অস্কার বিজয়ী প্রয়াত সংগীত পরিচালক মরিস জার ছবিটির একটি গানের সংগীত পরিচালনা করেছেন।


ইমন ও কুসুম জুটি বেঁধে এর আগে ‘গহীনে শব্দ’ নামের একটি ছবিতে কাজ করেছিলেন। এটি এই জুটির দ্বিতীয় ছবি। ছবিটি নিয়ে ভীষন আশাবাদী তারা দুজনই। ‘লালটিপ’ ছবিটিকে ইমন তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন। তিনি বলেন, এটি বাংলাদেশের চলচ্চিত্রের দিন বদলের ছবি। ছবির গল্প এমনভাবে দাঁড় করানো হয়েছে যে, প্রতিটি দৃশ্যের পর দর্শকদের কৌতুহল তৈরি হবে। মনে হবে এরপর কী হচ্ছে!

কুসুমের মতে, ‘লালটিপ’-এর মতো ছবি আমাদের এখনকার চলচ্চিত্রের ধারা বদলে দিতে সহায়তা করবে। এখন চলচ্চিত্রে শিল্পীর সংকট রয়েছে। এধরণের আন্তর্জাতিক মানের ছবি নিয়মিত নির্মিত হলে নতুন শিল্পীরাও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী হয়ে উঠবেন।

বাংলাদেশ সময় ০১৩০, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।