বিশিষ্ট মুক্তিযোদ্ধা চারুশিল্পী শামীমা ইয়াসমীন স্বপ্না আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মস্তিষ্কে রক্তক্ষরণে দীর্ঘ ৬ বছর হাসপাতালে অচেতন থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০ আগস্ট, শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স কাউন্টির সেন্ট জোনস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শামীমা ইয়াসমীন স্বপ্না তার সহোদর ডাঃ মোহাম্মদ জাকারিয়ার সাথে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ঢাকা আর্ট কলেজ থেকে তিনি চারুকলায় স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করে বিসিক এ সিনিয়র ডিজাইনার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ইউনিসেফ এর স্কলারশিপ নিয়ে নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজিতে শিক্ষা গ্রহণ করেন। ঢাকা, নিউইয়র্ক, গায়েনাসহ বিভিন্ন স্থানে তার একক চিত্র প্রদর্শনী হয়।
নাট্যব্যক্তিত্ব শাহার বানুর একমাত্র মেয়ে শামীমা ইয়াসমীন স্বপ্না মৃত্যুকালে তার স্বামী বিশিষ্ট সাংবাদিক মাহমুদ খান তাসের, একমাত্র ছেলে মুনতাসীর মাহমুদ দ্বীপ, ভাই ডাঃ মোহাম্মদ জাকারিয়া, শরীফ গাজী শুভ্র এবং বাবা গাজী শহীদসহ অসংখ্য বন্ধু বান্ধব, গুনগ্রাহী ও আত্নীয় পরিজন রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা স্থানীয় সময় ২২ আগস্ট সোমবার সকাল ১১ টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১