ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান । শুধু পাকিস্তানেই নয়, বলিউডেও তিনি তুমুল জনপ্রিয়।
রাহাত ফতেহ আলী খান তার ক্যারিয়ার পাকিস্তানে শুরু করলেও বর্তমানে বলিউড ঘিরেই তার বেশি ব্যস্ততা। বলিউডের বহু ছবিতে তার গাওয়া গান পেয়েছে জনপ্রিয়তা। ‘ওম শান্তি ওম’, ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘দাবাং’, ‘আনজানি আনজানি’, ‘বডিগার্ড’ প্রভৃতি ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে রাহাত ফতেহ আলী খান পেয়েছেন বিশ্ব জুড়ে পরিচিতি।
রাহাত ফতেহ আলী খান এর আগে ২০০৯ সালে ঢাকায় এসে একটি সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।
আগামী ২১ সেপ্টেম্বর দুপুরে তিনি ঢাকায় পা রাখবেন। এই দিন সন্ধ্যায় তিনি একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং পরদিন ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একক সংগীত পরিবেশন করবেন।
বাংলাদেশ সময় ১৭৪৫, সেপ্টেম্বর ০৭, ২০১১