ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঘরের কোণটি হোক আরও সুন্দর

রত্না দে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অন্দরসাজের সংজ্ঞা। সেই সংজ্ঞায় এখন ঘরের সবচে অবহেলিত জায়গাটিও পাচ্ছে বাড়তি মনোযোগ।

যে কোনও ঘরের একটি বিশেষ স্থান হলো কর্নার বা কোণ। এখনকার দিনে ঘরের কর্নারে বাড়ির বাড়তি জিনিসটিই শুধু স্থান পায় না, বরং কর্নারের কথা মাথায় রেখেই তৈরি হয় বিভিন্ন আসবাব ও ডেকর আইটেম।

ধরুন আপনার বাড়িতে রয়েছে চেস্ট অব ড্রয়ারস। কিন্তু ঠিক কোথায় রাখলে দেখতেও ভালো লাগবে আবার কাজেও লাগানো যাবে, ঠিক বুঝতে পারছেন না। তাহলে বসার ঘরে যে খালি কর্নারটি আছে সেখানেই এটি রাখতে পারেন।

অটবি, হাতিল, আকতার বা ব্র্যান্ড ফার্নিচার ছাড়াও নিউমার্কেট, পান্থপথ, মগবাজারের মতো কিছু খোলা বাজারে পাবেন বিভিন্ন দামের কর্নার। সেখান থেকে পছন্দ করে কিনতে পারেন।

আবার যদি নিজের পছন্দমতো বানাতে চান, তাহলে বিভিন্ন ডিজাইন দেখে অর্ডার দিয়েও বানাতে পারেন।

এভাবে আপনার বাড়িতেও বানিয়ে ফেলুন বিভিন্ন এক্সক্লুসিভ কর্নার, যা বদলে দেবে আপনার ঘরের চেহারা।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৪৫, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।