ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর উন্নতি সাধনের লক্ষ্যে বাণিজ্যের বিভিন্ন ধারাকে জনপ্রিয় করতে ১০ থেকে ১২ মে তিন দিন ব্যাপী জুট লাইফস্টাইল এক্সপো ২০১৩ ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে।
রবীন্দ্র সরোবরে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার মোখলেসুর রহমানসহ সাধারণ দর্শনার্ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অর্থনীতিতে এবং দরিদ্র জনগোষ্ঠীর কাছে পাট এক অন্যতম উপার্জনের মাধ্যম হতে পারে। ক্রমবর্ধমান বিশ্ব পরিবেশ সচেতনতা এবং পাট পরিবেশ বান্ধব পণ্য হবার কারণে পাট ও পাটজাত দ্রব্যের সম্ভাবনা বিশ্বে অপরিসীম। সেই সাথে ১৬ কোটি মানুষের বাংলাদেশে পাটের ব্যবহার হতে পারে অপার সম্ভাবনাময়।
ট্রেডক্রাফ্ট পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে গত চার মাস যাবৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে পাটজাত দ্রব্য তৈরিতে কাজ করে যাচ্ছে। আর এই কাজে ডিজাইন দিয়ে সহযোগিতা করছেন প্রখ্যাত ডিজাইনার জনাব চন্দ্র শেখর সাহা। ৪০ টির মতো শিল্প প্রতিষ্ঠান এই প্রজেক্টের মাধ্যমে ডিজাইন সহযোগিতা পাচ্ছে এবং পাট দিয়ে ৮০ ধরনের লাইফস্টাইল পণ্য তৈরি করছে, যার ফ্যাশনমূল্য এবং কার্যকারিতা রয়েছে।