ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কুটুমবাড়িতে গ্রামের খাবার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১
কুটুমবাড়িতে গ্রামের খাবার

বিজয়ে মাসে কুটুমবাড়ি তার শহরের কুটুমদের জন্য এনেছে গ্রামের খাবার। এ প্যাকেজে থাকছে সাদা ভাতের সঙ্গে,

শনিবার- চিংড়ি ভর্তা, আলু ভর্তা, বরবটি ভর্তা, ঢেঁড়স ভাজি, ডাল ও সবুজ সালাদ।

রোববার- টাকি মাছ ভর্তা, টমেটো ভর্তা, পেঁপে ভর্তা, করলা ভাজি, ডাল ও সবুজ সালাদ।

সোমবার- শুঁটকি ভর্তা, কাঁচকলা ভর্তা, ডাল ভর্তা, শিম-আলু ভাজি, ডাল ও সবুজ সালাদ।

মঙ্গলবার- চিংড়ি ভর্তা, ঢেড়স ভর্তা, ধনে পাতা, মিষ্টি কুমড়া ভাজি, ডাল ও সবুজ সালাদ।

বুধবার- টাকি মাছ ভর্তা, থানকুনি পাতা ভর্তা, মরিচ-পেঁয়াজ ভর্তা, চিচিঙ্গা ভাজি, ডাল ও সবুজ সালাদ।

বৃহস্পতিবার- শুঁটকি ভর্তা, ডিম ভর্তা, কালোজিরা ভর্তা, বাঁধাকপি ভাজি, ডাল ও সবুজ সালাদ।

শুক্রবার- টাকি মাছ ভর্তা, শিম ভর্তা, আলু ভর্তা, মুড়িঘণ্ট, ডাল ও সবুজ সালাদ।

খাওয়া যাবে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্যাকেজ মূল্য ১০৯ টাকা। কুটুমবাড়িতে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার খাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও বিকেলে কুটুমবাড়িতে গেলে পাবেন কফি হাউসে বসে মনরম পরিবেশে কফি খাওয়ার সুযোগ। ঠিকানা: কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, ঢাকা-১২০৭। ফোন: ০১১৯৫-৩৮১৬৩০, ০১৭৫৬ ৯৬০৮০২।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।