ইতিহাস জানতে উদ্বুদ্ধ করবে এ ধরনের আয়োজন। মহান স্বাধীনতা দিবসে বাংলানিউজের লাইফস্টাইল বিভাগের উদ্যোগে আয়োজিত কুইজে অংশ নিয়ে যারা জয়ী হয়েছেন, পুরস্কার নেওয়ার সময় তারা এভাবেই নিজেদের মতামত জানান।
শত ব্যবস্ততার মধ্যেও কুইজ জয়ীদের অনেকেই রোববার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কার্যালয়ে এসে পুরস্কার নেন এবং এই আয়োজনের জন্য বাংলানিউজকে ধন্যবাদ জানান।
পুরস্কার জয়ী সানজিদা বলেন, ‘বিভিন্ন সময়ে পত্রিকার কুইজে অংশ নিলেও কখনও পুরস্কার জিততে পারিনি। প্রথমবারের মতো পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। ’
তিনি বলেন, ‘আমি নিয়মিত লাইফস্টাইল পাতা দেখি এবং এ পাতায় দেওয়া বিভিন্ন বিষয় আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে সাহায্য করছে। ’
উত্তরা ব্যাংকের কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘পুরস্কার পেতে সবারই ভালো লাগে। তবে কুইজে অংশ নিয়ে সত্যি সত্যিই পুরস্কার পাবো, এটা ভাবিনি। ’
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র মামুন বাংলানিউজকে উদ্দেশ্য করে বলেন, ‘আসলে এই নিউ মিডিয়া বা অনলাইন মিডিয়া এতো স্মার্টলি এবং দ্রুততার সঙ্গে আমাদের সব সংবাদ পৌঁছে দিচ্ছে যে, পরদিন পত্রিকায় পুরোনো সংবাদ পড়ার আর কোনো তাগিদ বোধ করি না। ’
কুইজ জয়ীরা একটি বিষয়ে একমত হন যে, এই ধরনের আয়োজন তাদের দেশের গৌরবময় ইতিহাস জানতে অনুপ্রেরণা যোগাবে।
বাংলানিউজের হেড অফ নিউজ মাহমুদ মেনন খান কুইজে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘পাঠকরাই আমাদের কাজে উৎসাহ যোগায়। আমরা পাঠকদের মতামত সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। ’
কনসালটেন্ট এডিটর জুয়েল মাজহার কুইজে অংশগ্রহণকারীদের ভবিষতে এ ধরনের আয়োজনে বাংলানিউজের সঙ্গে থাকার আহবান জানান। তিনি নন্দন পার্ক কর্তৃপক্ষকে টিকিট দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হেড অফ নিউজ মাহমুদ মেনন খান এবং কনসালটেন্ট এডিটর জুয়েল মাজহার। লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলাম এসময় উপস্থিত থেকে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
বিজয়ীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো দিন নন্দন পার্কে গিয়ে সব রাইড বিনামূল্যে উপভোগের সুযোগ পাবেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলানিউজের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রাজিব আহমেদ।