পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যময় উৎসব। এদিনটায় অন্তত মানুষ চাইবে শতভাগ বাঙালি হতে।
বাজারগুলোতে মাটির সামগ্রী
চিরায়ত গ্রাম বাংলার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ হল মাটির বাসন-কোসন তাই বৈশাখেও থাকবে মাটির জিনিসপত্রের সর্বো”চ ব্যবহার। মৃৎসামগ্রীর খোঁজে আপনি যেতে পারেন দেশীয় উদ্যোক্তাদের বিভিন্ন শো-রুমে।
এছাড়াও ছড়িয়ে-ছিটিয়ে বেশকিছু জায়গায় পাবেন মৃৎসামগ্রী। নকশা শিল্পীদের মনমাতানো উপস্থাপনের বহি:প্রকাশ পাবেন এসব মাটির সামগ্রীতে। আড়ংয়ে আপনি পাবেন রকমারি ডিজাইনের মাটির মগ, গ্লাসের দাম পড়বে ৩০-৫০ টাকা, জগ ১০০-১২০ টাকা, মাটির চমৎকার পে¬টগুলো পাবেন ৩০-৯০ টাকায়, পান্তা খাবার সানকিগুলো পাবেন ৫০ টাকার মধ্যেই ছোট পে¬ট-পিরিচের দাম পড়বে ২৫-৪০ টাকা, ঢাকনাসহ কবি ডিশ পাবেন ৫০-১২০ টাকায়। মাটির কাপ-পিরিচ ২০-৪০ টাকা, বিভিন্ন সাইজের মাটির বাটি পাওয়া যাবে ৩০-১২০ টাকায়।
কলাবাগানে মাটির সানকি কিনতে এসেছিলেন রেবেকা চৌধুরী। মাটির তৈজসপত্র নিয়ে কথা বলতে গেলে তিনি বাংলানিউজকে বলেন, পহেলা বৈশাখ হল আমাদের বাঙালির নিজস্ব সংস্কৃতির উৎসব। উৎসবের এদিনটায় বাঙালি আমেজ আনতেই মাটির জিনিসপত্র কিনতে আসা। এভাবেই বাংলার প্রতিটি ঘর বৈশাখে বাঙালি সাজে সেজে ওঠে।
কোথায় পাবেন
মাটির জিনিসপত্রের দেখা মিলবে বাংলাদেশ শিশু একাডেমীর বিপরীতে, কলাবাগানের ফুটপাতে, ঢাকা কলেজের সামনের ফুটপাতে, আসাদ গেট এলাকায়। এছাড়া আমাদের বেশকিছু দেশীয় ফ্যাশন হাউসের রয়েছে মনকাড়া মাটির সামগ্রী। এর মধ্যে আড়ং, যাত্রা, ক্লে-ইমেজ হ্যান্ডমেইড সানরাইজ প্লাজার সিরমিক, মিরপুরের শিল্পচর্চা, মোহাম্মদপুরের আইডিয়া ক্রাফটস, শাহবাগ আজিজ মার্কেটে আইডিয়াস কর্নারসহ বেশকিছু দোকান রয়েছে যেগুলোতে মাটির জিনিসপত্র পাবেন। বৈশাখে বাড়িতে দেশীয় আমেজ আনতে মাটির তৈজসপত্র কিনতে চাইলে আজই চলে যান পছন্দমতো দোকান বা মার্কেটে।