ঈদকে ঘিরেই আমাদের দেশের মূল ফ্যাশন সংস্কৃতি গড়ে উঠেছে। সারা বছর জুড়ে ফ্যাশন নিয়ে, যত নতুন ধরণের পরীক্ষা-নিরীক্ষা হয়, তার ফলাফল চলে আসে প্রতিবারের ঈদে।
শোরুমের পাশাপাশি প্রবাসী ক্রেতাদের জন্য রঙ এ দুই বছর যাবৎ এই ঈদ আয়োজনের পুরোটাই পাওয়া যায় www.rang-bd.com ওয়েবসাইটে ।
প্রায় এক হাজার প্রবাসী এবারের ঈদে পছন্দের পণ্যটি অনলাইনে কিনেছেন এবং বাংলাদেশে তার প্রিয়জনকে উপহার দিয়েছেন এই ওয়েবসাইট থেকে।
অনলাইনে পণ্য কেনায় দারুণ সাড়া পেয়ে রঙ কর্তৃপক্ষ প্রবাসী ক্রেতাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছে।
রঙ এখন ইউ.এস.এ.,কানাডা, বৃটেন, অস্ট্রেলিয়া, সিংগাপুর, সংযুক্ত আরব আমিরাত, ভারতে ডাকযোগে দ্রুত পৌঁছে দিয়েছে প্রবাসী ক্রেতাদের কেনা সামগ্রী। এছাড়াও প্রবাস থেকেই দেশে পছন্দসই পোশাক বা অন্যান্য উপহার প্রিয়জনকে রঙ পৌঁছে দিয়েছে তাদের ঠিকানায়।
শুধু ঈদ নয় সারা বছর সম্মানিত ক্রেতাদের সুবিধার জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ থাকছে।
বাংলানিউজের বিজ্ঞাপন দেখে অনেক প্রবাসী তার পছন্দের পণ্যের জন্য অর্ডার করেছে বলেও উল্লেখ করে রঙ কর্তৃপক্ষ।