বাঙালির দরজায় কড়া নাড়ছে বসন্ত। বসন্তকে বরণ করতে লাল সাদা নীল হলুদ সেজেছে বহুবর্ণ সাজে।
সুতি কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক, সিকোয়েন্সের মিশেলে ফ্লোরাল ও ঐতিহ্যবাহী আল্পনার মোটিফে তৈরি হয়েছে পোশাকগুলো। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙ প্রাধান্য পেয়েছে। মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি। বসন্তের এই আয়োজনে বাদ পড়েনি শিশুরাও।
মেয়েদের পোশাকের সঙ্গে মানানসই অলঙ্কারও পাওয়া যাবে বসন্তের এই আয়োজন থেকে। লাল সাদা নীল হলুদের নিজস্ব ডিজাইনের এসব পোশাক ও অলঙ্কারগুলো পাওয়া যাবে তাদের সব আউটলেটেই। পোশাকে দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ থেকে ১৬৫০ টাকার মধ্যে।