একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির এক গৌরবের ইতিহাস এবং এই ফেব্রুয়ারি ভাষার মাস হিসেবে সমগ্র বিশ্বের কাছে পরিচিত। এই মাসে চেতনায় এবং শ্রদ্ধায় অবনত হয় সারা বিশ্বের ভাষা প্রেমিরা।
ফ্যাশন হাউস নগরদোলা সব সময় একুশের এই গৌরবময় চেতনাকে ধারণ ও চর্চা করে আসছে তাদের তৈরি পোশাক ও পণ্যে ব্যবহারের মাধ্যমে, নান্দনিক উপস্থাপনায়। নগরদোলায় এবারের একুশে পোশাকে পাওয়া যাচ্ছে রাষ্ট্র ভাষা আন্দলোনের চেতনার প্রতিফলন।
সালোয়ার কামিজ, ত্রয়ী, মেয়েদের কুর্তী, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি এবং বাচ্চাদেরে এখানে রয়েছে সব ধরনের পোশাক। সেই সাথে থাকছে বাচ্চাদের জন্য রেডি শাড়ি। এই পোশাকগুলোর রং নির্বাচন করা হয়েছে একুশের চেতনার সাথে মিল রেখে কালো, সাদা, লাল, এর সংমিশ্রণে। পোশাকের দাম রাখা করা হয়েছে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনা করে।