ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাফে কম্বো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৪
ক্যাফে কম্বো

নতুন চিন্তা ও আধুনিকতার ছোঁয়া নিয়ে  রাজধানীর মিরপুর ১০ -এ যাত্রা শুরু করলো চাইনিজ রেস্তোরাঁ 'ক্যাফে কম্বো'। মানসম্মত ও মজাদার সব খাবারের সঙ্গে এখানে থাকছে আধুনিক কিছু সুযোগ-সুবিধা।



ক্যাফে কম্বোতে থাকছে স্টুডেন্ট ডিসকাউন্ড, মেম্বারশিপ ডিসকাউন্ট, জন্মদিনের ডিসকাউন্ট ও ফেসবুক চেকইন ডিসকাউন্টের সুবিধা।

এলএলবি শেষ করে কেন রেস্তোরাঁ খুললেন- এমন প্রশ্নের জবাবে বাংলানিউজকে ক্যাফে কম্বোর উদ্যোক্তা ও ম্যানেজার মাজহারুল ইসলাম বলেন, চাকরির করার কথা কখনও ভাবিনি। এলএলবিতে পড়াশোনা করেছি। কিন্তু পড়াশোনা শেষ করে কোর্টে কাজ করতে ইচ্ছে হলো না। তাই নিজের মনের মতো একটা কাজের পরিবেশ তৈরির পরিকল্পনা থেকেই আমার এই ক্যাফে কম্বো।

ক্যাফে কম্বো নিয়ে ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবছিনা। এই মুহূর্তে সবটুকু ভাবনা ক্যাফেটা সবার কাছে গ্রহণযোগ্য করে তোলা।

আর এজন্য খাবারের মান ঠিক রাখা, সেই সাথে দাম সবার নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি।
সবকিছু পরিকল্পনা মতো করতে পারলে এবং সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে ক্যাফে কম্বো হয়তো একটা ব্র্যান্ড হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।