মহান মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে নগরদোলা নিয়ে এসেছে স্বাধীনতার মাসে স্বাধীনতার পোশাক।
লাল-সবুজের নান্দনিকতায় নগরদোলার স্বাধীনতার পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরনের পোশাক।
বাবা মায়ের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে বাচ্চাদের পোশাক। এ সমস্ত পোশাক সমূহে কারুকাজ হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এম্ব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য কাজ।
পোশাকে রং নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল সবুজের পাশাপাশি অন্যান্য রংগুলোও এসেছে পোশাক ও স্বাধীনতার মর্যাদার সাথে সমন্বয় রেখে।
পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে।
পোশাকগুলো পাবেন নগরদোলার সবগুলো আউটলেটে।