‘ঈদের আনন্দের তুলনা অন্য কিছুতে পাওয়া যায় না। ঈদ সব সময়ই স্পেশাল ইভেন্ট’।
এবারের ঈদ ইমনের কাছে একটু আলাদা মনে হবে, ঈদের সময়টায় কাতারে থাকবেন ইমন। এটা ভেবে একটু মন খারাপ হচ্ছে। মায়ের হাতের ঈদের খাবার মিস হবে।
কাতারে প্রবাসী বাঙ্গালিদের আমন্ত্রণে ইমন একটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রবাসীদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখাতেই তাদের ডাকে সাড়া দিতে হচ্ছে ইমনকে।
ঈদের কেনাকাটা প্রসঙ্গে ফ্যাশন সচেতন ইমন বলেন, প্রতিবছর ঈদ সামনে রেখে ফ্যাশন হাউজগুলো নতুন ডিজাইনের পোশাক তৈরি করে। সুটিং এ প্রচুর পোশাকের প্রয়োজন হয়, তাই এ সময়ে তিনি বেশি করে পোশাক কিনে রাখেন।
শপিং এর জন্য দেশের বসুন্ধরা সিটিই তার প্রথম পছন্দ। এখানে এলেই দেশি এবং বিদেশি সব ধরণের ব্রান্ডের পোশাক এবং আনুসাঙ্গিক পন্য কেনা যায়।
রাতে শপিং করতেই ভালো লাগে ইমনের। ঈদে শুধু নিজের জন্যই নয়, পরিবারের সবাইকেও উপহার দিতে পছন্দ করেন তিনি।
ঈদের সকালে পাঞ্জাবী পড়েন ইমন। এবারও তিনি লাল একটি পাঞ্জাবী পড়বেন বলে জানান।