ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

হর্ন-হীন ৩২৯ কিলোমিটার!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
হর্ন-হীন ৩২৯ কিলোমিটার! মালয়েশিয়ায় সড়কের দুই পাশে পাম গাছের সারি

জোহর বারু, মালয়েশিয়া: দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত দেশ মালয়েশিয়ার জোহর বারু যেতে কুয়ালালামপুরের টিবিএস টার্মিনাল থেকে বাসে ৩২৯ কিলোমিটার পথ দেখাচ্ছিলো গুগল ম্যাপ। ‘স্মার্ট’ টার্মিনালে বাসের সারির মধ্যে দ্বিতল বাসে চোখ আটকালো। মালয়েশিয়ার সৌন্দর্যে চোখজুড়াতে বেছে নেওয়া হলো দ্বিতীয় তলার একেবারের সামনের আসন। তবে পুরো পথে যে অভিজ্ঞতা হলো তা সত্যিই ‘অনুকরণীয়’।

নির্ধারিত সময় বিকেল ৫টায় টিবিএস (টার্মিনাল বার্সিপাদু সেলাতান অর্থাৎ দক্ষিণাঞ্চলের বাস টার্মিনাল) ছাড়লো ক্রসওয়ে লিংক কোম্পানির বাসটি। ওভারব্রিজ দিয়ে মূল সড়কে নামতেই চোখের সামনে আকাশে ধরা দিলো নীলাভ ক্যানভাস।

চোখজুড়ানো এ চিত্র মনের মধ্যে আরো অনেক কিছু দেখার আগ্রহের জন্ম দিলো।
মালয়েশিয়ায় সড়কের দুই পাশে পাম গাছের সারিস্পিডোমিটারে ঘণ্টায় গড়ে ৮৫ কিলোমিটার বেগে চলছে আমাদের গাড়ি। ‘ওভারটেকিং নয়, নিজের পথে থাকুন’; গতি অনুযায়ী লেন মেনে প্রতিটি গাড়ি আপন গতিতে ছুটে চলেছে।

প্রায় দেড় ঘণ্টা পর মালাক্কায় যাত্রাবিরতির আগে রাস্তার দু’পাশে চোখে পড়লো সারি সারি পাম গাছ। পুরো রাস্তাজুড়ে সবুজের সমারোহ। রাস্তার পাশে চোখে পড়লো না বাংলাদেশের মতো এতো বিজ্ঞাপনের সাইনবোর্ড। তবে রয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা।
বাসের টিকিট২০ মিনিট পর যখন ফের যাত্রা শুরু তখন স্পিডোমিটারে গাড়ির গতি দেখাচ্ছিলো ঘণ্টায় ৯৫ কিলোমিটার। অবশ্য গাড়ির লেন পরিবর্তন দেখেও তা টের পাওয়া গেলো। দ্বিতল বাসটি এতক্ষণ দ্বিতীয় লেন দিয়ে চললেও হঠাৎই তা দখল করে নিলো প্রথম লেন, এ পর্যায়ে গড়ির গতি উঠলো ১১৩ কিলোমিটার। এভাবে গতি ওঠানামায় জোহর বারু পৌঁছাতে ঘড়ির কাঁটায় বাজলো রাত ৯টা।

তবে পুরো পথে অবাক করার বিষয়, পেছন থেকে কোনো গাড়ি আগে যেতে চাইলে তাকে হর্ন চাপতে শোনা গেলো না। গাড়ির গতিই তাকে লেন নির্ধারণ করে দিচ্ছে, সে এগিয়ে যাবে নাকি পেছনে থাকবে।


...
 জনি সাহা, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
জেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ