ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

আরও

ভাটির শার্দুল

জেবউননেছা  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
ভাটির শার্দুল

ভাটির শার্দুল

হাওড়ে, বিলে, ঝিলে কেটেছিলো
একজন দুরন্ত মানুষের শৈশব
শীতের খেজুরের রস
বিলে গামছা দিয়ে মাছ ধরা
সরিষা ক্ষেতে বিরতিহীন দৌড়ঝাঁপ
বৃষ্টিতে কাদামাটির খেলা
আম কুড়ানোর স্মৃতি 
এই এমন এক প্রজাপতির জীবন ফেলে
উত্তাল যৌবনে টালমাটাল হলো সব।
আকাশে বিদুৎ ঝলকানি।


উল্কাবেগে ছুটে গেল সেই দুরন্ত মানুষ
আহারে
মেঠোপথে বেড়ে ওঠা নানা ফুলের মন খারাপ।
আকাশটার মন খারাপ 
নদীটার মন খারাপ 
মন খারাপ ঘাটে বাঁধা তরীটারও
সবকিছু ছাড়িয়ে
রাজনীতি, দেশ, পতাকা হয়ে গেল তার প্রাণ।
সংস্পর্শে এলেন এক মহামানবের
যার কাছ থেকে শিখে নিলেন 
জীবনের চেয়ে বড় দেশমাতৃকা
এই মহামানব তাকে শহর ছেড়ে ভাটির অঞ্চলে ফিরে যেতে বললেন
বললেন, দেশসেবায় নিজেকে নিয়োজিত করো।
সেই থেকে তিনি গড়ে নিলেন নিজেকে
ধীরে ধীরে হলেন
'ভাটির শার্দুল'
হলেন দেশের রাষ্ট্রপতি
তাতেই বা কি
চার দেয়ালে তার দম বন্ধ হয়ে আসে
কাটা চামচে খেতে চান না
দামি গাড়ি নয় রিকশায় চড়তে চান
সাঁকো পার হতে চান
আর সাদা শুভ্র পোশাকে সবুজের মাঝে 
নিরিবিলি সময় কাটান।
এই আমাদের রাষ্ট্রপতি।
যিনি নিরাভরণ 
এবং 
জন মানুষের।  
হতেই হবে কারণ তিনি যে গণমানুষের নেতা বঙ্গবন্ধুর
অনুসারী।
এই বাংলার মাটি সৌভাগ্য ভীষণ 
এই বাংলায় একজন নেতা এসেছিলেন, তিনি 
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু
এই সবুজ দেশে আমাদের একজন রাষ্ট্রের অভিভাবক আছেন
যিনি ভাটির শার্দুল। ।
হে ভাটির শার্দুল, 
আপনাকে সশ্রদ্ধ সালাম
মাটি মানুষের হয়ে আছেন
আছেন আমাদের ছায়া হয়ে।
আপনি এই বাংলার ঘাস, ফুল, নদী
আপনি এই বাংলার পাহাড়, সাগর, পাখি।
শ্রদ্ধা শতত।

লেখক: অধ্যাপক ড. জেবউননেছা, প্রাক্তন বিভাগীয় প্রধান, লোক প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।