ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।
বুধবার (৩০ নভেম্বর) দিনভর নির্বাচন শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। মুরসালিন নোমানী ৬৩৫ ভোট পেয়েছেন। মইনুল হাসান সোহেল পেয়েছেন ৪২২ ভোট।
দীপু সারোয়ার সহ-সভাপতি, মঈনুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হোসেন সুমন অর্থ সম্পাদক, কাউসার আজম দপ্তর সম্পাদক, মরিয়ম মনি নারী সম্পাদক, কামাল উদ্দিন সুমন প্রচার
সম্পাদক, তোফাজ্জল হোসেন রুবেল তথ্য-প্রযুক্তি সম্পাদক, মাহবুবুর রহমান ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ নঈমুদ্দিন আপ্যায়ন সম্পাদক ও মিজান চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- মনিরুল ইসলাম মিল্লাত, ইসমাইল হোসাইন রাসেল, মহসিন বেপারী, মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, এস এম মোস্তাফিজুর রহমান ও মো. ইব্রাহিম আলী।
এবার নির্বাচনে ভোটার ছিলেন এক হাজার ৭৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৪৫৭ জন। মোট ২০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৩ জন প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসসি/আরএইচ