ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশায় বাসের ধাক্কা, বোন-ভাগ্নির পরে চলে গেলো সিয়ামও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
অটোরিকশায় বাসের ধাক্কা, বোন-ভাগ্নির পরে চলে গেলো সিয়ামও

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহতের ঘটনার এক মাস পর ইসরাফিল মঞ্জুর সিয়াম (১৪) নামে আরও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধী ছিল সে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে সিয়ামের মৃত্যু হয়।

নিহত সিয়াম চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট ছিল। সে মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে বাস চাপায় নিহত হয় সিয়ামের বোন তন্বী (২০), ভাগ্নি দেড় বছর বয়সী মুনতাহা, খালা রেজিয়া বেগম (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিবুর রহমান (২৫)। সিয়ামের মৃত্যুতে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে। তবে একই ঘটনায় নিহত রেজিয়ার ছেলে জাহিদ (১৮) দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

নিহত সিয়ামের বাবা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক চেষ্টাই করেছি। সব চেষ্টা বৃথা করে আমাদের রেখে সিয়াম চলে গেছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।