ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এইডস নির্মূলে অবশ্যই অসমতা দূর করতে হবে: জাতিসংঘ মহাসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
এইডস নির্মূলে অবশ্যই অসমতা দূর করতে হবে: জাতিসংঘ মহাসচিব

ঢাকা: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব ২০৩০ সালের মধ্যে এইডস নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা পিছিয়ে আছি।

এইডস নির্মূলে আমাদের অবশ্যই অসমতাকে দূর করতে হবে, যা অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, আমরা নতুন করে আরও কোটি মানুষ সংক্রমিত হওয়ার এবং আরও কোটি মৃত্যুর ঝুঁকিতে আছি। কাজেই, এবারের এই বিশ্ব এইডস দিবসে, আমরা একস্বরে আহ্বান জানাচ্ছি। সমতা আনুন! ‘সমতা আনুন’ স্লোগান পদক্ষেপ গ্রহণের আহ্বান।

তিনি বলেন, এটি প্রমাণিত যে, বাস্তব পদক্ষেপ গ্রহণের আহ্বান এইডস নির্মূলে সহায়ক হবে। এইচআইভি চিকিৎসায়, পরীক্ষা ও প্রতিরোধে আরও সুলভ, মানসম্পন্ন ও টেকসই সেবা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আরও বেশি আর্থিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এইচআইভি সংক্রমিতরা, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যে নেতিবাচক মনোভাবের শিকার, তারা যে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত, তা মোকাবিলা করতে হবে অপেক্ষাকৃত ভালো আইন, নীতি ও অনুশীলনের মাধ্যমে। সম্মান ও মর্যাদা প্রতিটি মানুষেরই পাওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, এইচআইভি বিজ্ঞানের সুফলপ্রাপ্তি ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এইডস মহামারির স্থায়িত্বকে অসমতাই জয় করতে পারে এবং তা অবশ্যই করতে হবে। আমরা এইডস নির্মূল করতে পারি; যদি আমরা সমতা আনি।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।