ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও আ. লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ নভেম্বর) গভীর রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
কেয়ারটেকার মো. ওসমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এসে দেখেন অফিসের উপরের ঢেউটিন কাটা। ভেতরের দুটি আলমিরা ভাঙা। খবর দিলে পুলিশ আসে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আল-মামুন সরকার বলেন, অফিসের উপরের টিনের চালা কেটে কক্ষে চোর প্রবেশ করে। নগদ আনুমানিক ৭ লাখ টাকা ও আওয়ামী লীগের নথি চুরি করে নিয়ে গেছে চোর।
চুরির ঘটনা উদ্দেশ্যমূলক দাবি করে এ আ.লীগ নেতা বলেন, আমি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসবের কাজ এই কার্যালয়ে বসে করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।
এর আগে গত বছরের মার্চে হেফাজতে ইসলামের তাণ্ডবের শিকার হয় ওই কার্যালয়। ওই সময় পুরো কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসএএইচ