ঝালকাঠি: ঝালকাঠিতে পথশিশুদের সঙ্গে পিঠা উৎসব করেছে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।
ইয়াসের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে সিটি পার্ক চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, ছবির হোসেন, সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনি, সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, সদস্য মশিউর, সেতু, রোহান, তাসিন, সাব্বীর, রিমন, রাহাত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী তার বক্তব্যে বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ফাস্ট ফুড, জাংক ফুড থেকে কিছুটা হলেও একটু সরিয়ে নিয়ে বাঙালির ঐতিহ্য পিঠা-পুলির সঙ্গে পরিচিত করিয়ে দিতেই এমন আয়োজন।
ইয়াসের সদস্য ও অভিভাবকরা নানান স্বাদের চিতই, ভাপা, পুয়া, ভরা, কাটা, নকশি পিঠা তৈরি করে এ উৎসবে সহযোগিতা করেছেন।
সংগঠনের উপদেষ্টা ছবির হোসেন বলেন, আমরা নতুন প্রজন্মকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এতে তারা হরেক রকম পিঠার সঙ্গে পরিচিত হতে পেরেছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এসআরএস