ঢাকা: কুর্মিটোলা গলফ ক্লাবে তিন দিনব্যাপী কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে কেন্ডা টায়ার্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ গত ৩০ নভেম্বর শুরু হয়।
তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৬১২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাছির উইনার, এয়ার কমোডর মো. সিদ্দিকুর রহমান রানার আপ ও মমতাজ বেগম লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে কেন্ডা টায়ার্সের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ ধরনের মহতী উদ্যোগের জন্য প্রধান অতিথি কেন্ডা টায়ার্স চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এমইউএম/আরবি