ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নয়েস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
৫ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নয়েস

ঢাকা :  পাঁচদিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস।  

রোববার (৩ ডিসেম্বর) ঢাকায় পা রাখার কথা তার।

তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিছু সংখ্যক রোহিঙ্গা নিতে আগ্রহী। প্রথম পর্যায়ে দেশটি বাংলাদেশ থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা নেবে। এ লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। জুলিয়েটা ভ্যালস নয়েস সফরকালে বিষয়টি আলোচনায় উঠবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনীতি নিয়েও সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হতে পারে নয়েসের। একই সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করবেন তিনি।

ঢাকা সফরকালে বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জুলিয়েটা ভ্যালস নয়েস।

সফর শেষে আগামী ৭ ডিসেম্বর থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২

টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।