ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আলফাডাঙ্গায় বসতঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
আলফাডাঙ্গায় বসতঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় শিলা তালুকদার (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিঠাপুর গ্রামের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে।

 

শিলা ওই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে। সে আলফাডাঙ্গার বেজিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।  

জানা গেছে, উপজেলার মিঠাপুর গ্রামের নিজ বাড়িতে পরিবারের সঙ্গে অভিমান করে শিলা তালুকদার বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের লোকজন টের পেয়ে ওই শিক্ষার্থীকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শিলা তালুকদারের বাবা জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে এসআই বিনয় বাড়ৈ বাংলানিউজকে জানান, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট দেখে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।