ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
বড়াইগ্রামে জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ৫

নাটোর: নাটোরের বড়াইগ্রাম থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা একজনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে বড়াইগ্রাম এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ ওই পাঁচজনকে আটক করা হয়।

নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর (পরিদর্শক) আবু সাদাত এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে সদর  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, ভিকটিম বা আটকদের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে যাবতীয় তথ্য পরে জানানো হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এমআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।