মানিকগঞ্জ: ঢাকার ধামরাইয়ে ইট দিয়ে আঘাতে করে স্ত্রীকে নির্মমভাবে হত্যাকারী পলাতক আসামি কহিনুর ইসলাম ফকিরকে (৬২) গ্রেফতার করেছে র্যাব-৪।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-৪ এর একটি দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরদিন (৪ ডিসেম্বর) সকালে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
হত্যাকাণ্ডের ১৩ দিন পর তাকে গ্রেফতারে সক্ষম হলো আইনশৃঙ্খলা বাহিনী।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নিহত জুলেখা ও আসামি কহিনুর ফকির দম্পতির প্রায় ৩৫ বছরের সংসার ছিল। স্বামী কহিনুর ফকির গত কয়েক বছর ধরে আরেকটি বিয়ে করতে চাওয়ায় জুলেখার সঙ্গে প্রায়শই ঝগড়া লেগে থাকত তার। এ নিয়ে গত ২০ নভেম্বর সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে জুলেখাকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করেন কহিনুর। ঘটনাস্থলেই প্রাণ হারান জুলেখা। স্ত্রীর মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে কহিনুর পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত জুলেখার ভাই আব্দুল কাদের বাদী হয়ে আসামি কহিনুর ইসলাম ফকিরের নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৪, সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি তার স্ত্রী জুলেখাকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আজ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা ১৪০০, ডিসেম্বর ০৪, ২০২২
এসএফ/এসজেএ/এসএইচ