ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
ফেনীতে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

ফেনী: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন ফেনী জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলার ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের মধ্যে শিশু, তরুণ ও বৃদ্ধা রয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্লাহ, কাজী জামাল উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জামাল উদ্দিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভার ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।

আবুল হোসাইন মোহাম্মদ উল্লাহ জানান, চলতি বছর জেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৫২টি হুইল চেয়ার, ২২টি সাদাছড়ি ও ৮টি হিয়ারিং মেশিন বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিবন্ধীদের জন্য সব ধরণের সেবার কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।