ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এজন্য মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।

কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ’

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে মাদকবিরোধী সংস্থা ‘মানস’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদক নির্মূলে পরিবারের দায়িত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি। আমরা যদি মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই, মাদকবিরোধী আন্দোলনে শামিল হই, তবে আমরা মাদকের বিরুদ্ধেও জয়ী হবো। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানস’র প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরবিন্দু ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, বিশ্বনাথ পৌর মেয়র মো. মহিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৪০, ডিসেম্বর ০৫, ২০২২
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।