ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৩ জনের ৭ দিনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
খাগড়াছড়িতে ৩ জনের ৭ দিনের জেল

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে তিনজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বাবুল (৫০), জয় বড়ুয়া (২২), অর্পিত মহাজন (২২)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের সাজা দেওয়া হয়। ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

শহরের পানখাইয়া পাড়া এলাকা থেকে বাবুলকে চোলাই মদসহ আটক করা হয়। পরে তাকে ৭ দিনের জেল ও জরিমানা করা হয়। শহরের গঞ্জপাড়া এলাকা থেকে জয় বড়ুয়া থেকে ৫০ গ্রাম এবং অর্পিত মহাজন থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকেও ৭ দিনের জেল ও জরিমানা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।  এ সময় খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা ডিসেম্বর ০৬, ২০২২
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ