ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রিকশায় ধাক্কা, নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
রাজধানীতে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রিকশায় ধাক্কা, নিহত ২

ঢাকা: রাজধানীর পান্থপথে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঘটা দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটি একাধিক রিকশায় ধাক্কা দিয়েছিল।

নিহত দুজনের মধ্যে একজন রিকশাচালক, অপরজন আরোহী। নিহতদের নাম ঠিকানা এখনও জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে দুজনের মরদেহ নিয়ে আসে কলাবাগান থানা পুলিশ। দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করেছে। দুজনেরই অবস্থা ক্রিট্রিক্যাল।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।