ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভেজালবিরোধী অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ভেজালবিরোধী অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত র‍্যাব-১০ পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‍্যাব-১০ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ ও ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।