ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ডোমারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় 

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) সংলগ্ন মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

 

ঐতিহ্যবাহী এ খেলাটি উপস্থিত থেকে উপভোগ করেন প্রায় ৩০ হাজার মানুষ।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে বগুড়ার মামুন প্রথম ও পাঁচপীরের রেজা দ্বিতীয়, ‘খ’ গ্রুপে ডোমারের আব্দুল হাদি প্রথম, ঝাড়বাড়ির মমিনুর দ্বিতীয় এবং ‘গ’ গ্রুপে বগুড়ার জহুরুল প্রথম ও বগুড়ার মালেক দ্বিতীয় হয়েছেন। প্রথম পুরস্কার ছাগল ও দ্বিতীয় পুরস্কার টিভি বিজয়ীদের উপহার দেওয়া হয়।

প্রবীণ ঘোড়া চাষি আব্দুল্লাহহেল কাফির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, অব. শিক্ষক অঅব্দুল মালেক, সামজসেবক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।